Skip to main content

Grammer



★ Sentence কাকে বলে কত প্রকার ও কী কী?


Sentence (বাক্য)

Definition (সংজ্ঞা)

ব্যকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে একাধিক শব্দ একত্রে মিলিত হয়ে যদি একটি ভাব প্রকাশ করে তখন সেই শব্দগুলোর সম্মিলিত রুপকে Sentence বা বাক্য বলে।

যেমন :- Karim is a good boy.


Kinds of Sentence (প্রকারভেদ)

Sentence কে সাধারণত পাঁচ ভাগে বিভক্ত।
There are five categories of sentences,

1. Assertive Sentence (ঘোষণামূলক বাক্য)

2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)

3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)

4. Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য)

5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)


Definitions of Kinds (প্রকারভেদের সংজ্ঞাসমূহ)


Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)

যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করে তাকে Assertive sentence বলে।

Assertive Sentence is a simple statement (বিবৃতি) or assertion (ঘোষণা) , and it may be affirmative or negative.

যেমন:- He reads the book.

একটি সাধারণ বিবৃতিমূলক বাক্য এবং Affirmative বা হ্যাঁ সূচক বাক্য। এখানে, He হচ্ছে Subject, reads হলো Verb এবং the book হচ্ছে Object.

We do not run in the Sun.

একটি সাধারণ বিবৃতি এবং Negative sentence এর উদাহরণ।

Everyone should read this poem.

এখানে should একটি Modal Auxiliary.



Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)

যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় অথবা কোন কিছুর উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে Interrogative Sentence বলে।

An interrogative sentence is used to ask any question to something or someone and ends with an interrogative sign '?'.

জ্ঞাতব্য :- এটি Auxiliary Verb দিয়ে শুরু হয়। তখন অনুবাদ হবে "কি" এইটা দিয়ে। যার উত্তর হা/না হবে।

যেমন:-

Do you like a baby?
Is he your father?
Should I tell you?

অথবা W/H questions দিয়ে শুরু হবে। যার অনুবাদ 'কী' এটা দিয়ে হবে। যার উত্তর বর্ণনামূলক হবে।

What is your address?
Whom do you want?
How much money do you want?


Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)

যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে Subject (You) গোপন থাকে।

Imperative sentences express request, order, advice, command, and suggetion.

Do it. (Order)
Never tell a lie. (Advice)
Please, give me the book. (Request)


Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য)

যে Sentence দ্বারা মনে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে Optative Sentence বলে।

An Optative Sentence expresses desire, prayer, wish, et cetera (ইত্যাদি).

জ্ঞাতব্য :- বেশিরভাগ Optative sentence এই may ব্যবহৃত হয়।

যেমন:-

May Allah bless you.
May you be happy in your future life.
Live long my son.

সর্বশেষ উদাহরণটির দিকে তাকালেই বুঝতে পারবেন যে May ছাড়াও Optative sentence হয়।


Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)

Exclamatory sentence দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোন পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়।

An exclamatory sentence expresses sudden or strong feelings or emotions like surprise, anger, delight, pain, etc. It is a term of the sudden change of mind.

জ্ঞাতব্য :- এমন বাক্যে অবশ্যই একটি Exclamation Mark বসে যেটি দেখতে '!' এরকম।

কখনো কখনো এই বিস্ময়সূচক চিহ্নটি (!) বাক্যের শুরুতেই বসে ।

জেনে রাখা উচিত,

কোন বাক্য যদি Alas, Bravo, আহ, Oh, Hurrah ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে এই শব্দগুলোর পরই বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়।


যেমন:-

Hurrah! I have passed.
What a beautiful bird!
Alas! You’ve failed.


বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি Part of Speech বলে।

Every single word we use in a sentence is called a Part of Speech.

Example:

  • Karim is a good boy.
  • He goes to school
  • Ashik eats Rice.

১ নং বাক্যে,  Karim, is, a, good, এবং boy প্রত্যেকটি একেকটি part of speech.  

ঠিক একই ভাবে ২ নং বাক্যে, he, goes, to , school ইত্যাদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটিই একেকটি Part of Speech. কারণ, তারা প্রত্যেকটিই বাক্যের অংশ। ৩ নং বাক্যটিতে মোট তিনটি শব্দ বা word আছে। সুতরাং এই বাক্যের তিনটি part of speech আছে।

Definition (2):

Words are considered as the smallest part of a sentence.  According to the use and work, words are divided into different classes, called parts of speech.

বাক্যে, ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেনীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকেই Parts of Speech বলে।

Example:

  • Do not run in the sun.
  • Walking is the best exercise.
  • He went to school.

উপরোল্লেখিত বাক্যেগুলোতে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই Part of Speech বলে।

Note: একটা কথা মনে রাখতে হবে যে, শব্দগুলো অবশ্যই কোন না কোন বাক্যের অংশ হতে হবে। আলাদা ভাবে কোন একটা শব্দকে part of speech বলা যাবে না।অর্থাৎ সকল Parts of Speech ই Word কিন্তু সকল Word ই Parts of Speech না।

Part of Speech মানে বাক্যের অংশ। Word যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে Parts of Speech বলা যাবেনা। আমি যদি বলি Water তাহলে সেটা কোন Part of Speech হবেনা । কারণ, এটা কোন বাক্যের অংশ নয়। সম্পূর্ন আলাদা একটা শব্দ মাত্র। কিন্তু আমি যদি বলি Water is life তাহলে Water একটি Parts of Speech হবে। কারণ, এখানে water বাক্যেরই একটি অংশ।

Parts of Speech এর প্রকারভেদঃ

There are eight types of parts of speech according to their functions in a sentence.

Noun (বিশেষ্য)

যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকে noun বলে । আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই noun বলে। Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী ,স্থান ,ঘটনা ইত্যাদির নাম বোঝায়।

Noun refers to any kind of name. Means, whatever we are seeing and watching around us is noun.

Nouns are used to name persons, things, animals, events, places, ideas etc.

Example:

  • Karim does not like to go to school. (এই বাক্যে Karim একজন ব্যক্তির নাম।)
  • Kuwait is a Muslim country. (এখানে কুয়েত একটি দেশের নাম।)
  • Diamond is very valuable. (ডায়মন্ড একটি বস্তুর নাম।)

Nouns are classified into five types. These are:

  • Proper Noun (নাম বাচক বিশেষ্য)
  • Common Noun (জাতিবাচক বিশেষ্য)
  • Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
  • Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
  • Abstract Noun (গুণবাচক বিশেষ্য)

Pronoun (সর্বনাম):

সহজভাবে, যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকেই Pronoun বা সর্বনাম বলে। যেমন, He, She, We etc.

The word which we use instead of Noun is called Pronoun.

Example:

  • Karim is a good boy. (এখানে Karim একটি Noun).
  • He goes to school every day.
  • We should take care of our children.

উপরের উদাহরণ গুলোতে Karim নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথম বার তার নাম Karim হিসেবে ব্যবহার করা হয়েছে,পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে Pronoun হিসেবে He ব্যবহার করা যাবে। তেমনি বিভিন্ন ধরনের Noun এর gender এবং number অনুযায়ী Pronoun বসাতে হয়।

Adjective (নাম বিশেষণ):

যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে।

Adjectives qualify only Noun and Pronoun. It specifies the quality, number and size of noun or pronoun. It describes about nouns or pronouns.

Example:

  • Naima is a beautiful (এখানে Noun এর গুণ বুঝাচ্ছে)
  • He has three red pens. (Noun এর সংখ্যা বুঝাচ্ছে)
  • Safi is (Noun এর অবস্থা বুঝাচ্ছে)

Verb (ক্রিয়া বা কাজ):

Verb is an important part of speech. Without verb no sentence can be formed. It shows a physical or mental action. Verb always believes in doings and actions.

যে শব্দ দ্বারা কোন কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে। যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc.

Example:

  • We play cricket.
  • He writes a letter.
  • He gave me a glass of water.

Adverb (ক্রিয়া বিশেষণ):

যে সকল শব্দ  Verb, Adjective বা অন্য  adverb কে Modify করে বা কোনকিছু add করে সেই সকল শব্দগুলোকে Adverb বলে। যেমন, very, slowly, well, carefully etc.

The word that usually modifies the verb, adjective or other adverb is known as an adverb.

Example:

  • He asked my name gently.
  • She walks slowly.
  • She bought a very long dress.

Preposition (পদান্বয়ী অব্যয়):

Preposition defines the relationship between noun or pronoun with another word in a sentence. It works as a connector and specifies the location or a location in time.

বাংলায় Pre শব্দের অর্থ পূর্বে আর Position শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বুঝা যায় যে, যেসব শব্দ Noun বা Pronoun এর পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ঐ Noun বা Pronoun এর সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে। যেমন, in, on, under, with, at, over, of, below, throughout, by, about, until etc.

Example:

  • The book is on the table.
  • Rahim is hiding behind the tree.
  • The girl brought a letter for me from the teacher who taught us English.

১ম বাক্যের দিকে তাকালে আমরা দেখতে পাই যে যদি আমরা  Noun এর পূর্বে কোন preposition না বসাই তাহলে  “The table” Noun টি বাক্য থেকে বিচ্ছিন্ন  হয়ে যাচ্ছে। On বসানোর সাথে সাথেই সেটি বাক্যের সাথে সংযুক্ত হয়ে যায়। ঠিক একই ভাবে বাকি Sentence গুলোতেও behind এবং from একই কাজ করছে।

Conjunction (সংযোজক অব্যয়):

যেসব Word একাধিক শব্দ, বাক্য কিংবা Clause কে সংযুক্ত করে তাদেরকে Conjunction বলে। যেমন, and, or, but, yet, for, nor, so, because etc.

Usually, a conjunction joins the word with another word or joins a sentence with another sentence. It is a connector. It links words, sentences, phrases or clauses.

Example:

  • Saif and Sourav are good friends. (এখানে দুটি শব্দকে সংযুক্ত করেছে)
  • Akash is a boy, but Mou is a girl. (দুটি clause কে সংযুক্ত করেছে)
  • She gave me the letter and then she quickly (দুটি clause কে সংযুক্ত করেছে)

Interjection (আবেগসূচক অব্যয়):

It expresses strong feelings, emotions and sudden changes of mind. It may be sudden happiness or sadness.

Interjection হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোন পরিবর্তন/প্রকাশ কে বুঝায়। যেমন, Hurrah, Alas, Oh, Bravo, Ouch, Ah etc.

Example:

  • Alas! Her father is dead.
  • Hurrah! We’ve won the game.
  • Oh! What a beautiful girl she is!

Noun (বিশেষ্য)

Noun কাকে বলে? কত প্রকার ও কি কি?

যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে । আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই noun বলে। Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী ,স্থান ,ঘটনা ইত্যাদির নাম বোঝায়।

Noun refers to any kind of name. Means, whatever we are seeing and watching around us is noun.

Nouns are used to name persons, things, animals, events, places, ideas, etc.

Example:

  • Karim does not like to go to school. এই বাক্যে Karim একজন ব্যক্তির নাম।
  • Kuwait is a Muslim country. এখানে কুয়েত একটি দেশের নাম।
  • Diamond is very valuable. ডায়মন্ড একটি বস্তুর নাম।

Nouns are classified into five types.

Proper Noun (নাম বাচক বিশেষ্য):

যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে Proper Noun বলে।

A proper noun refers to specific names of persons, things, places, etc. and always start with a capital letter.

Example:

  • I like the story of Shakespeare. (Shakespeare নির্দিষ্ট একজন ব্যক্তির নাম)
  • We planned to visit Sylhet. ( Sylhet নির্দিষ্ট একটি জায়গার নাম)
  • Have you ever seen the Tajmahal? (Tajmahal একটি স্থাপনার নাম)

Common Noun (জাতিবাচক বিশেষ্য):

যে Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বলে । যেমন, Student, Book, Dog, Flower etc.

A common noun refers to specific generic names of persons, places, things, etc. It is the opposite of Proper Noun.

Example:

  • Alex is a student. (Student দ্বারা সকল ছাত্র-ছাত্রীদেরকেই বুঝানো হয়েছে। নির্দিষ্ট কোন ছাত্র কিংবা ছাত্রী কে আলাদা করে বুঝায়নি)
  • Dogs can be very cute. ( Dog দ্বারা সকল জাতীয় কুকুর কে বুঝানো হয়েছে। সেটা যে কোন জাতের কিংবা ধরনের বা রঙের হতে পারে। যে কোন দেশের যে কোন কুকুর হতে পারে।)
  • You love ( এখানে flower দ্বারা সবরকম ফুলকে বুঝানো হয়েছে। এটা যে কোন জাতের বা ধরনের ফুল হতে পারে। হতে পারে গোলাপ কিংবা টিউলিপ, শিউলী অথবা রজনীগন্ধা কিংবা যে কোন ফুল হতে পারে।)

Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য):

Collective Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি কে বুঝায়। যেমন, Club, Army, Class, Family, etc.

Collective Noun, in English Grammar, refers to a group of things, persons or animals.

Example:

  • Our class took a trip to Sundarbans.
  • Bangladeshi Army is doing a great job in UN mission.
  • Each team contains eleven players.

Material Noun (বস্তুবাচক বিশেষ্য):

যে Noun দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নাম বোঝায় তাকেই Material Noun বলে। যেমনGold, Glass, Salt, Iron, Silver, Cloth, Air, Milk, etc.

Material Noun is an uncountable noun. It’s substance or material that we can see and touch but can’t count.

Example:

  • You can purchase a gold ring for your sister.
  • We may attain salt from sea-water.
  • Cotton dress is my favorite.

Abstract Noun (গুণবাচক বিশেষ্য):

যে Noun দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে Abstract Noun বলে। যেমন, Liberty, anger, freedom, kindness, love, happiness, beauty, ইত্যাদি।

Abstract nouns express ideas, feelings, realizations, and qualities that we can’t see, touch, hear, taste or smell. We can understand and imagine it but can’t even see. It’s a feeling, not a physical thing.

Example:

  • My love for you cannot be measured.
  • His kindness is his real beauty.
  • Her beauty makes me crazy.



Adjective কাকে বলে? কত প্রকার ও কি কি?

যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে।

Adjectives qualify only Noun and Pronoun. It specifies the quality, number, and size of noun or pronoun. Simply, it describes nouns or pronouns.

Example:

  • Namira is a beautiful (এখানে Noun এর গুণ বুঝাচ্ছে)
  • He has three red pens. (Pronoun এর সংখ্যা বুঝাচ্ছে)
  • Safi is ill. (Noun এর অবস্থা বুঝাচ্ছে)

There are 3 Degrees of adjectives. And these are:

Positive adjective:

Positive adjective দ্বারা কোন তুলনা করা বোঝায় না। সাধারণভাবে noun বা pronoun এর বর্ণনা করে।

Positive Adjective is a simple adjective, and it is used to describe, not to compare anything.

Example:

  • He is a good boy.
  • It is a beautiful garden.
  • Akash is sick.

Comparative adjective:

This type of adjective is used to compare two things, sometimes the word ‘than is used between the two nouns or pronoun.

দুইটি জিনিসের মধ্যে তুলনা বোঝাতে comparative adjective ব্যবহার করা হয়।

Example:

  • Rahim is better than Karim. (রহিম করিমের চেয়ে ভাল)
  • Namira is more beautiful than Samira. (নামিরা সামিরার চেয়ে বেশি সুন্দরী)
  • He is funnier than her. (সে তার থেকেও বেশি হাস্যকর)

Superlative adjective:

দুইয়ের অধিকের মধ্যে তুলনা করে সবচেয়ে ভাল/খারাপ/কম/বেশি ইত্যাদি বোঝাতে superlative adjective ব্যবহার করা হয়।

The superlative adjective is used to express that something is the best/most and compares three or more things.

Example:

  • She is the most beautiful girl in the world. (সে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে)
  • He is the funniest person. (সে সবচেয়ে মজার মানুষ)
  • This is the best lunch in this restaurant. (এটা এই রেস্টুরেন্টের সবচেয়ে ভাল দুপুরের খাবার)

There are seven types of Adjectives. These are:

Descriptive adjective:

Descriptive Adjective সাধারণত noun বা pronoun এর quality বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে।

যেমন: Nice, good, bad, beautiful, charming, nice, etc.

The descriptive adjective is used to express the qualities of noun or pronoun. It is also used for the description of someone or something.

Example:

  • He told me about a great moment of his life.
  • She is looking good.
  • You are a bad boy.

Adjectives of number/Numeric adjective:

Noun বা pronoun এর সংখ্যা বা ক্রম বোঝাতে numeric adjective ব্যবহার করা হয়।

যেমন: Two, three, four, first, second, third, Single, double, triple, etc.

The numeric adjective is used to express the number or order of noun or pronoun.

Example:

  • He is the first boy in the class.
  • She can drink two cups of tea at a time.
  • The owner of the house does not rent the room to the single

Adjectives of quantity/quantitative adjectives:

Noun বা Pronoun এর পরিমাণ বোঝাতে quantative adjective ব্যবহার করা হয়।

যেমন: Some, enough, many, little, much, whole, sufficient, all, none, half, more, etc.

The quantitative adjective is used to express or indicate the quantity of a noun or pronoun or something.

Example:

  • I’ve enough money.
  • The whole country is happy today.
  • Give me some peanuts.

Demonstrative adjectives:

Noun বা pronoun কে নির্দিষ্ট করে বোঝাতে demonstratives ব্যবহৃত হয়।

যেমন: This, that, those, these, etc.

Demonstratives are used to specify the noun or pronoun.

Example:

  • This book is mine. (এই বইটি আমার)
  • That is his room. (এটি তার কক্ষ)
  • These notes should be followed. (এই নোট গুলো অনুসরণ করা উচিৎ)

Possessive adjectives:

বাক্যে মালিকানা বা নিজস্ব কোন সম্পদ বোঝাতে possessive ব্যবহার করা হয়।

Such as, my, her, their, our, your, etc.

Possessives are used to show the possession or belongingness in the sentence.

Example:

  • I’ve seen her (আমি তার বিড়ালটিকে দেখেছি)
  • Their house is very big. (তাদের বাড়িটি অনেক বড়)
  • This is our school pond. (এটা আমাদের স্কুলের পুকুর)

Interrogative adjectives:  

Interrogative adjectives সাধারণত Noun বা pronoun কে প্রশ্নের মাধ্যমে modify করে।

What, which and whose are known as interrogative adjectives.

An Interrogative adjective modifies nouns or pronouns and forms a question.

Example:

  • What kind of tree is it?
  • Which subject do you want to teach?
  • Whose room is this?

Distributive adjectives:

কোন group এর কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে Distributive Adjective ব্যবহৃত হয়।

যেমন: Each, any, every, either, neither, etc.

The distributive adjective is used to describe a specific member out of a group.

Example:

  • Any of you can eat the apple. (আপনাদের মধ্যে যে কেউ আপেলটি খেতে পারেন)
  • Each of the students will get money. (প্রত্যেক ছাত্রই টাকা পাবে)
  • Every man has to go outside for a job. (প্রত্যেকটি মানুষেরই চাকরি করার জন্য বাইরে যেতে হয়)     
  • Subject and Predicate.

    SUBJECT

    বাংলায় : যার দ্বারা sentence এর কাজটি সম্পন্ন হয় তাকে বলে subject। অন্যভাবে , Sentence এ যার দ্বারা কিছুু বলা হয় তাকে Subject বলে ।

    In English: The Person and thing we speak about is called Subject.

    Example:

    I play football. এখানে  "I" হচ্ছে Subject.

    He is going to school. এখানে  "He" হচ্ছে Subject.

     

    PREDICATE

    বাংলায়: Subject সম্পর্কে যা কিছুু বলা হয় তার সব হল Predicate.

    In English: The part which speaks anything about the subject is called Predicate.

    Example:

    I play football. এখানে  "play football" হচ্ছে Predicate.

    He is going to school. এখানে  "going to school" হচ্ছে Predicate.

     

    Let's see some examples at a glance:

     Subject  Predicate
     Shakib  has got the first prize.
     The dog  barks.
     You  stand up.
     Lima  is singing a song.
     Sohel  is deprived from all facilities.


 VERBS :

সংজ্ঞা : Verb হল সেই word যা কোন কাজ প্রকাশ করে ।

Definition : A verb is a word that expresses some action.

    Examples: কোনকিছু করা, খাওয়া, ধরা, মারা, বোঝা, ভাবা, খেলা বা ভাঙা হল একেকটি কাজ । যে word দিয়ে এই "কাজ" বা "action" বুঝায় তাকে verb বলে । 

    নিচে কিছু verb এর উদাহরণ দেওয়া হল - be, have, do, speak, go, come, love, like, meet, give, think, break, sing, dance, see etc.

A. Kinds of Verbs (ক্রিয়ার প্রকারভেদ) : Verbs are of two main classes - 

     a) Main Verb (প্রধান বা মূল ক্রিয়া) : যে Verb-এর নিজস্ব অর্থ থাকে, সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অপরের ওপর নির্ভর করে না, তাকে Main verb বলে । যেমন - I am happy. এখানে 'am' Main Verb.

     b) Auxiliary বা Helping Verb (সাহায্যকারী ক্রিয়া) : যে Verb-এর নিজের কোন পৃথক অর্থ নেই, অর্থের দিক দিয়ে বিভিন্ন প্রকার Sentence, Tense বা  Voice-এর বিভিন্ন রূপ গঠনের জন্য Main Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে। যেমন - I am going home. এখানে 'going' হল Main Verb এবং 'am' হল Auxiliary Verb.

English Language -এর সর্বমোট 24 টি Auxiliary verb (am, is, are, was, were, has, have etc) ছাড়া সবগুলোই Main verb (call, catch, walk, read etc).er

সংজ্ঞা : Verb হল সেই word যা কোন কাজ প্রকাশ করে ।

Definition : A verb is a word that expresses some action.

    Examples: কোনকিছু করা, খাওয়া, ধরা, মারা, বোঝা, ভাবা, খেলা বা ভাঙা হল একেকটি কাজ । যে word দিয়ে এই "কাজ" বা "action" বুঝায় তাকে verb বলে । 

    নিচে কিছু verb এর উদাহরণ দেওয়া হল - be, have, do, speak, go, come, love, like, meet, give, think, break, sing, dance, see etc.

A. Kinds of Verbs (ক্রিয়ার প্রকারভেদ) : Verbs are of two main classes - 

     a) Main Verb (প্রধান বা মূল ক্রিয়া) : যে Verb-এর নিজস্ব অর্থ থাকে, সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অপরের ওপর নির্ভর করে না, তাকে Main verb বলে । যেমন - I am happy. এখানে 'am' Main Verb.

     b) Auxiliary বা Helping Verb (সাহায্যকারী ক্রিয়া) : যে Verb-এর নিজের কোন পৃথক অর্থ নেই, অর্থের দিক দিয়ে বিভিন্ন প্রকার Sentence, Tense বা  Voice-এর বিভিন্ন রূপ গঠনের জন্য Main Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে। যেমন - I am going home. এখানে 'going' হল Main Verb এবং 'am' হল Auxiliary Verb.

English Language -এর সর্বমোট 24 টি Auxiliary verb (am, is, are, was, were, has, have etc) ছাড়া সবগুলোই Main verb (call, catch, walk, read etc).

Basic Clasification :

Verbs অনেক প্রকার:

1.  a) Finite Verb (সমাপিকা ক্রিয়া) : Person ও Number দ্বারা এ verb সীমাবদ্ধ । যেমন - He eats rice. এখানে কর্তা Third Person Singular Number হওয়াতে                  Verb-এর শেষে 's' যুক্ত হয়েছে ।

     b) Infinitive Verb (অসমাপিকা ক্রিয়া) : Person ও Number দ্বারা এ verb সীমাবদ্ধ নয় । অর্থাৎ Person, Number বা Tense কোন কিছুই এ Verb-এর রুপ         পরিবর্তন করতে পারে না । He wants to eat rice. He wanted to eat rice. They will like to eat rice. অর্থাৎ to eat=খেতে, to play=খেলতে, to read=পড়তে ইত্যাদি infinitive । এক কথায় to + verb কেই infinitive verb বলে ।
 

2.  a) Transitive Verb (সকর্মক ক্রিয়া) : যে Verb-এর Object (কর্ম) থাকে, তাকে Transitive Verb বলে ।

     b) Intransitive Verb (অকর্মক ক্রিয়া) : যে Verb-এর Object (কর্ম) থাকে না, তাকে intransitive Verb বলে ।
      
Used Transitively Used Intransitively
 Fire burns everything.  Fire burns.
 The driver stopped the car  The car stopped suddenly.
 The peon rang the bell.  The bell rang loudly.
 The boys fly kites.  The birds fly in the sky.
 I see a bird.  A blind man can not see.
 The army fought the battle.  The army fought bravely.
 She writes stories  She writes legibly.

 

3.  a) Causative Verb (নিজন্ত ক্রিয়া) : কোন  Intransitive Verb দিয়ে করানো বা ঘটানো বোঝালে তাকে Causative Verb বলে। এ ক্ষেত্রে Verb গুলো Transitive Verb হয়ে যায় । যেমন: Fly = ওড়ে, Walk = হাঁটে, Fall = পড়ে ইত্যাদি মূলত Intransitive কিন্তু ওড়ানো, হাটানো, ফেলে দেয়া অর্থে এরা Causative Verb হয় ।      

Simple Verb Causative Verb
 See - দেখা (নিজে)  Show - দেখানো (অন্যকে)
 Sit - বসা (নিজে)  Set - বসানো (অন্যকে)
 Read - পড়া (নিজে)  Teach - পড়ানো (অন্যকে)
 Suck - স্তন্য পান করা (নিজে)  Suckle - স্তন্য পান করানো (অন্যকে)
Know - জানা (নিজে)  Inform - জানানো  (অন্যকে)

 যে সকল Verb-এর আলাদা কোন Causative form নেই তাদের আগে make, get, cause, have বসিয়ে Causative অর্থ প্রকাশ করতে হয় । একমাত্র make ছাড়া অন্য সবের (cause, get, have) পর to বসে । যেমন - 

              I do the work - আমি কাজটি করি ।
              I get him to do the work - আমি তাকে দিয়ে কাজটি করাই ।
Causative Verb দ্বারা কর্তা নিজে কিছু করে না, বরং অন্য কর্তৃক কৃত কর্মের ফল ভোগ করে থাকে ।
 
4. Reflexive Verb (আত্নঘটিত ক্রিয়া) : যে Transitive Verb- এর Subject ও Object একই ব্যক্তি বা বস্তুতে প্রতিভাত হয় তাকে Reflexive Verb বলে ।
Example:
               (i) The man killed himself.
               (ii) I see myself in the mirror.
               (iii) The cat licks itself.
 
5. Factitive Verb: কতকগুলো Transitive Verb- এর Object-এর পর আরও বাড়তি Word বা Words (complement) বসাতে হয়, তা না হলে অর্থ সম্পূর্ণ হয় না । এরূপ Verb কে Factitive Verb বলে ।
Example:
               (i) The boys made Rashed Captain.
               (ii) We elected him president of our club.
               (iii) I called him a fool.
               (iv) His parents named the boy Hasan.
 
6. Impersonal Verb (অব্যক্তিক ক্রিয়া): যে Verb অনির্দিষ্ট কর্তা হিসেবে Pronoun 'It'- এর সাথে Third person singular এ ব্যবহৃত হয়, তাকে Impersonal Verb বলে ।
Example:
               (i) It rains heavily.
               (ii) It snows in winter.
               (iii) It happens everyday.
 
7. Cognate Verb (সমজাতীয় ক্রিয়া): যে Transitive Verb- এর Object অনেকটা Verb-এর মত বা একই অর্থ প্রকাশ করে, তাকে Cognate Object বলে এবং Verb টিকে Cognate Verb বলে ।
Example:
               (i) He fought a good fight.
               (ii) I dreamt a strange dream.
               (iii) He ran a race.
               (iv) She sang a sweet song.
 
8. Quasi-Passive Verb: কতকগুলো Transitive Verb আকারে Active হলেও অর্থের দিক দিয়ে Passive এ ধরনের Verb-কে Quasi-Passive Verb বলে ।
Example:
               (i) Roses smell sweet.
               (ii) Honey tastes sweet.
               (iii) The bed feels soft.
               (iv) Rice sells dear.
            
9. Reciprocal Verb: যে Transitive Verb দ্বারা Subject ও Object-এর মধ্যে পারস্পরিক action অথবা interaction বুঝায়, তাকে Reciprocal Verb বলে ।
Example:
               (i) The two boys love each other (দুজনের মধ্যে- each other).
               (ii) The students help one another (দু'এর বেশি হলে one another).
10. Inchoative Verb: যে Verb কোন অবস্থা পরিবর্তনের সূচনা ও তার বিকাশ বা চূড়ান্ত পরিণতির অর্থ জ্ঞাপন করে, তাকে Inchoative Verb বলে । এ ধরণের সুপরিচিত Verb গুলো হল- get, become, grow, turn, fall, run etc.
Example:
               (i) The man grew old.
               (ii) He became chairman.
11. Verb of Perception: যে Verb ইন্দ্রিয়গ্রাহ্যানুভূতির ধারণা দেয়, তাকে Verb of Perception বলে । এ শ্রেণীর Verb গুলো হল- see, hear, fell, taste, notice, observe, smell etc. এদের পর to বসে না এবং continuos aspect-এ এদের ব্যবহার করা যায় না ।
Example:
               (i) I see a bird (am seeing হবে না).
               (ii) I fell the taste.
 
12. Non-conclusive Perception: যে Verb-এর কাজ কখন শুরু ও শেষ হয় তা বুঝা যায় না, তাকে Non-conclusive verb বলে । এ শ্রেণীর Verb গুলো হল- like, dislike, understand etc.
Example:
               (i) I like him
               (ii) I could not understand it.
 
13. Group Verb: Intransitive Verb-এর সাথে Preposition যুক্ত হয়ে Transitive হলে, তাকে Prepositional অথবা Group Verb বলে ।
Example:
               (i) He laughs at me.

               (ii) They talked about the matter.  

Kinds of Auxiliaries:

Auxiliaries are mainly two kinds - Primary and Modals
Primary: Primary Auxiliaries are 3 types -
              1. to be (am, is, was, were, be, been, being)
              2. to do (does, do, did, do, done, doing)
              3. to have (has, have, had, have, had, having)
Modals: There are thirteen Modal Auxiliaries. These are - shall, should, will, would, can, could, may, might, must, need, dare, ought to, used to
 
Use of Primary Auxiliaries

 

1. Use of the Verb 'to be (am, is, are, was, were, : be, being, been)'
 a. They are used in the continuous tense. Continuous tense-এ এদের ব্যবহার । 
Example: 
      i. I am waiting for you. Are you waiting for me?
      ii. We were singing a song.
      iii. My uncle was walking in the garden.
      iv. She is watching television. 
b. They are used in passive voice. এসব verb ছাড়া active voice থেকে passive voice- এ রুপান্তরিত করা যায় না ।
Example: 
      i. I am loved by my elder brother.
      ii. I was loved by my elder brother.
      iii. We were beaten by our headmaster.
      iv. The work is being done by me.
c. They are used as the Main Verb to refer to a position and quality. গুণাগুণ ও অবস্থান নির্দেশনায় এরা Main Verb হিসেবে ব্যবহৃত হয় ।
Example: 
      i. He is a teacher.
      ii. They are very rich.
      iii. He was very poor.
      iv. The children were always obedient to the teachers.
 
2. Use of the Verb 'to do (does, do, did : to do, doing, done)'
 a. They are used to form negative. না সূচক বাক্য গঠনে এগুলি ব্যবহার করা হয় ।
Example: 
      i. It does not rain here everyday.
      ii. I do not know him.
      iii. You did not try to play well.
 
b. They are used to form questions. প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করা হয় ।
Example: 
      i. Does it rain here everyday?
      ii. Do you know him?
      iii. Did they play football?
 
 
3. Use of the Verb 'to have (has, have, had : to have, having, had)'
 a. These are used to form perfect tense. এগুলি perfect tense-এ ব্যবহার করা হয় ।
Example: 
      i. The secretary has submitted necessary papers to the chairman.
      ii. We shall have completed the work before the sun sets.
      iii. They had left for Dhaka before the school re-opened.
 
b. They are used as Main verbs of possession. এগুলি কর্তার কিছু 'আছে' অথবা 'ছিল' অথবা 'থাকবে'  বুঝাতে ব্যবহার হয় ।
Example: 
      i. He has money enough to build a house like this.
      ii. You have capital to start the business.
      iii. I had a camera but it is lost.
      iv. The money I had is all spent.
 
                                                                Adverbs
 

 সংজ্ঞা : Adverb হল এমন word যা কোন verb, adjective বা অন্য কোন adverb কে বিশেষায়িত করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে ।

Definition : An adverb is such a word that modifies a verb, an adjective or another adverb.

Explanation and Examples: 

(a)  যখন verb কে modify করে : swiftly (দ্রুত), well (ভাল,ভালভাবে), strongly (প্রবলভাবে), forcibly (বলপূর্বক) etc.

        যেমন: He runs swiftly (সে দ্রুত দৌড়ায়).

        এখানে "দ্রুত" শব্দটি দৌড়ানোর "ধরন" বুঝাচ্ছে যা দৌড়ানো (verb) কে modify করছে । তাই swiftly হল একটি adverb.           

(b)  যখন adjective কে modify করে ।

        যেমন: He is a very good boy (সে খুব ভাল ছেলে).

        এখানে "good" হল adjective । কিন্তু good এর অর্থকে আরো শক্তিশালী করে প্রকাশ করার জন্য তার আগে very ব্যবহার করা হয়েছে যা adjective good কে modify করছে তাই এখানে very হল একটি adverb.

(c)  যখন অন্য কোন adverb কে modify করে ।

        যেমন: He runs very swiftly (সে খুব দ্রুত দৌড়ায়).

        এখানে "swiftly" হল adverb । কিন্তু swiftly এর অর্থকে আরো শক্তিশালী করে প্রকাশ করার জন্য তার আগে very ব্যবহার করা হয়েছে যা adverb swiftly কে modify করছে তাই এখানে very হল আরেকটি adverb.

 

Types of Adverb
 
1. Adverb of manner: Verb-এর কাজটি কিভাবে (how) প্রশ্নে সম্পন্ন হয় ।
Example:
       1. He did it carefully.
       2. I work hard.
       3They arrived safely.
       4. Suddenly, the man fell from the tree.
       5. Kindly, give me a glass of water.
       6. She eagerly tore off the paper.
Passive sentence- এ past participle -এর আগেও Adverb বসে । যেমন - 
       7. Two people were seriously injured in an accident.
       8. The car was quickly repaired.
       9. The meeting was badly organised.
 
2. Adverb of place: Verb-এর কাজটি সম্পন্ন করার স্থান (Where) নির্দেশ করে ।
Example:
       1. Please come here.
       2. Go there.
       3I see him everywhere.
       4. The man is standing outside.
       5. He lived upstairs.
       6. Is there any hospital nearby?
       7. He was hiding somewhere.
       8. She lives next door at number 37.
 
3. Adverb of time: Verb-এর কাজটি সম্পন্ন হওয়ার বা করার সময় (When) নির্দেশ করে ।
Example:
       1. They arrived late.
       2. I come here daily.
       3Please do it now.
       4. We came here day before yesterday.
       5. Try to come soon.
       6. He has just gone out.
       7. I have already finished my work.
       8. She is still waiting for me.
 
4. Adverb of frequency: Verb-এর কাজটি কতবার (how much) সম্পন্ন হয়েছে বা হলো তা প্রকাশ করে ।
Example:
       1. Never do it.
       2. He seldom comes here.
       3Father often writes to me.
       4. We usually get up early.
       5. kanok always disturbs me in the class.
       6. I feel distressed sometimes.
       7. There is news summary every hour.
       8. Occasionally, he comes here .
 
4. Adverb of degree: Adjective-এর পরিমাণ ও মাত্রা (how much) প্রকাশ করে এবং Adverb-এর মাত্রাও প্রকাশ করে।
Example: (Adjective-এর মাত্রা)
       1. I am quite happy.
       2. I am awfully tired.
       3The girl is very beautiful.
       4. We usually get up early.
       5. The lady is somewhat crazy.
       6. It was almost dark.
       7. The food was extremly good.
       8. He is terribly excited.
Adverb-এর মাত্রা
       9. He acted kindly. 
      10. They moved slowly.  
        11. I rise very early.
       12. I received the letter very gladly.
 
 
6. Focusing adverbs
নিচের বাক্যগুলো লক্ষ্য কর:
         1. The people of Bangladesh are mainly farmers.
         2. He is only ten years old.
         3. He is my brother, but he is also my friend.
         4. I went there too.
         5. I just came to see you.
উপরের mainly, only, also, too ইত্যাদি শব্দগুলো বাক্যের কোন একটি অংশকে নির্দেশ করছে কিংবা কোন একটি অংশের উপর জোর দিচ্ছে । এই ধরণের  adverb-কে ইংরেজিতে focusing adverbs বলে ।
 
7. Adverbs of certainty
নিচের বাক্যগুলো লক্ষ্য কর:
         1. It will probably rain this afternoon.
         2. I certainly feel better now.
         3. He is definitely taller than his father.
         4. I went there too.
         5. I just came to see you.
উপরের বাক্যগুলোতে আমরা কোন কিছু সম্পর্কে কতটুকু নিশ্চিত বলতে probably, certainly এবং definitely শব্দগুলো ব্যবহার করেছি । এ জাতীয় শব্দকে adverbs of certainty বলে ।
 
8. Connecting adverbs
নিচের বাক্যগুলো লক্ষ্য কর:
         1. Anyway, I shall be here next morning.
         2. I don't have time to read the book, besides it is not a good one.
         3. He proposed me to do something; however, I did not agree to it.
         4. The chairman wanted to talk to the members; then he will hold the meeting.
         5. We should do it first; next, we shall see what can be done.
এখানে anyway, besides, however, then, next এই শব্দগুলো একটি clause-কে পূর্বে যা বলা হয়েছে তার সাথে যুক্ত করেছে । এই ধরণের সংযোগকারী শব্দকে connecting adverb বলা হয় ।
 
Major Types of Adverbs:
Type Tell us Example
 Manner  how কি ভাবে ?  slowly, suddenly, urgently, carefully,eagerly etc.
 Place  Where কোথায় ?  here, there, upstairs, inside, outside, around, nearby etc
 Time  When কখন ?  now, then, soon, once, today, daily, finally, before, still etc
 Frequency  How often কতবার ?  sometimes, always, ever, never, seldom, usually, rarely etc
Degree How much কতটুকু ? very, quite, almost, nearby, hardly, partly, fully, fairly etc.
 

সংজ্ঞা : যে শব্দ Noun বা Pronoun-এর পূর্বে বসে বাক্যের অন্য পদের সম্বন্ধ প্রকাশ করে তাকে Preposition বলে

Definition : Prepositions show the relation between a word and a noun (or a pronoun) that follows it.
বাংলা বিভক্তিসমূহের ইংরেজি রূপ - 
দ্বিতীয়া / চতুর্থী - কে, রে, তে, প্রতি, কাছে - to
তৃতীয়া - দ্বারা, দিয়া, কর্তৃক - by(ব্যক্তি), with (বস্তু), along, through
পঞ্চমী - হতে, থেকে, চেয়ে, অপেক্ষা - from, since, than
ষষ্ঠী - র, এর - 's (ব্যক্তি); of (ব্যক্তি বা বস্তু)  
প্রথমা / সপ্তমী - এ, য়, তে, এতে - to, at, on, in, into, up, upon 
 
Kinds of Prepositions: ইংরেজিতে preposition ছয় প্রকার -
a) Simple Preposition: একটি মাত্র শব্দ বিশিষ্ট Preposition কে Simple Preposition বলে । যেমন: at, by, from, for, in, to, on, of, after etc.
b) Compound Preposition: Noun, adverb ও adjective'র আগে Simple Preposition বসে Compound Preposition গঠিত হয় । তখন on-এর স্থলে a এবং by-এর স্থলে be বসে । যেমন- on + cross = across, by + hind = behind, by + yond = beyond, on + by +out = about
c) Double Preposition: দুটি Simple Preposition যুক্ত হয়ে একটি Preposition গঠন করলে তাকে Double Preposition বলে । 
যেমন- With + out = Without, With + in = Within, Up + to =Upto, In + to = Into, Up + on = Upon
d) Phrase Preposition: একাধিক বা দু-এর বেশি শব্দ মিলে Preposition-এর কাজ করলে, তাকে Phrase Preposition বলে । এ জাতীয় Preposition-এর আগে ও পরে একটি করে Simple Preposition থাকে । যেমন- In spite of, in honour of, by dint of etc.
e) Detached Preposition: যে Preposition সম্পর্কহীন অবস্থায় বাক্যে ব্যবহৃত হয় তাকে Detached Preposition বলে । যেমন- What is Dhaka famous for?

f) Disguised Preposition: On ও Of-এর পরিবর্তে 'a বা o' Preposition রুপে ব্যবহৃত হয় তাকে Disguised Preposition বলে । যেমন- He went a hunting. He comes at 7 o' clock.

Uses of Preposition
Of এর ব্যবহার
i) সাধারণত 'এর' অর্থ বুঝাতে of বসে ।
যেমন - The English language course of Apex English Academy is very fine.
ii) 'বিদ্যমান' অবস্থা বুঝালে of বসে । যেমন- Bangladesh is a country of peace and happiness. 
iii) ধারণ ক্ষমতার পূর্ণতা বুঝাতে of বসে । যেমন- He died of cholera.
iv) অধিকার বুঝাতে of বসে । যেমন- This is a book of my sister.
v) Relation বা Source বুঝাতে of বসে । যেমন- Hasan comes of a noble family.
vi) অভিন্ন সম্পর্ক বুঝাতে of বসে । যেমন- District of Lalmonirhat.
vii) কোন কিছু দিয়ে তৈরি বুঝাতে of বসে । যেমন- The chair is made of wood.
 
to এর ব্যবহার
i) দিক নির্দেশ করা বুঝাতে to বসে । যেমন- He has gone to college.
ii) কাছে বা নিকটে বুঝাতে to বসে । যেমন- He came to me.
iii) মুখোমুখি অর্থ বুঝাতে to বসে । যেমন- Talk to her face to face.
iv) উদ্দেশ্য অর্থ বুঝাতে to বসে । যেমন- Send the book to shamim.
v) সময় বাকি আছে অর্থ বুঝাতে to বসে । যেমন- It is ten minutes to ten.
vi) অনুযায়ী অর্থ বুঝাতে to বসে । যেমন- I found the place to my liking.  
vii) পরিণাম বুঝাতে to বসে । যেমন- He was sentenced to death.
viii) পর্যন্ত বুঝাতে to বসে । যেমন- They fought to the end of the battle. 
ix) অনুপাত বুঝাতে to বসে । যেমন- Four to one he will succeed.
 
At এর ব্যবহার
i) অবস্থান অর্থ বুঝাতে At বসে । যেমন- Shamim is at his office.
ii) তুলনা মূলকভাবে ছোট স্থান ও নির্দিষ্ট কোন স্থিরবিন্দু বোঝাতে at বসে ।
            যেমন- Ali lives at Shantibagh in Dhaka, Please open at page 20.
iii) নির্দিষ্ট সময়ে বুঝাতে at বসে । যেমন- Mamun will come here at 8 P.M
iv) দক্ষতা প্রকাশের ক্ষেত্রে at বসে । যেমন- Saiful is good at Physics.
v) বিদ্রুপের ক্ষেত্রে at বসে । যেমন- Do not laugh at the poor.
vi) বয়স বুঝাতে at বসে । যেমন- He came to the orphanage at the age of four.
vii) তাকানো বা লক্ষ্য করার ক্ষেত্রে at বসে । যেমন- Look at the moon.
viii) মূল্য বুঝাতে at ব্যবহৃত হয় । যেমন- Rice sells at 16 taka per kg.
ix) চরম অবস্থা বা সীমা বুঝাতে at বসে । যেমন- at first, at last.
x) মাত্রা বুঝাতে at বসে । যেমন- The car ran at 100 miles per hour.
xi) গুলি করা অর্থে at বসে । যেমন- The police fired at the mob. 
 
In এর ব্যবহার
i) স্থান বুঝাতে in বসে । যেমন- Sohel lives in Australia.
ii) সময় বুঝাতে বা কোন সময়ের মধ্যে বুঝাতে । যেমন- He will come in an hour.
iii) অবস্থা বুঝাতে in বসে । যেমন- His health is in good condition.
iv) মাসের নাম বা সালের নামের পূর্বে in বসে । যেমন- He will go in April. Bangladesh became independant in 1971.
v) কোন বিষয়ে বা ভাষায় বুঝাতে in বসে । যেমন- Wali reads in English.
vi) পোশাক পরিচ্ছন্নগত অবস্থা বুঝাতে in বসে । He is not in uniform.
vii) মানসিক অভিব্যক্তি যেমন ভয়, সন্দেহ, বিষ্ময়, কান্না, রাগ প্রভৃতির পূর্বে in বসে । যেমন- He cried out in fear.
ix) ঋতু বুঝাতে in বসে । যেমন- He came in winter.
 
 
On এর ব্যবহার
i) সংলগ্ন হয়ে উপরে বুঝাতে on বসে । যেমন- The book is on the table.
ii) সময় বা তারিখ বুঝাতে on বসে । যেমন- Rubina will come to me on 10 January.
iii) নির্ভরশীলতা বুঝাতে on বসে । যেমন- The cow lives on grass.
iv) পক্ষে কাজ করা অর্থে on বসে । যেমন- He is on the committee.
v) কোন উপলক্ষ্য বুঝাতে on বসে । যেমন- I will present you on your birthday.
vi) অনুসারে অর্থ বুঝালে on বসে । যেমন- He acted on my advice.
vii) পরপরই বুঝাতে on বসে । যেমন- On receiving the news she burst into tears.
viii) কোন বিষয় সম্বন্ধে বুঝালে on বসে । যেমন- Write an essay on environment pollution.
ix) বস্তুবাচক এমন ক্ষেত্রে 'অবস্থাটি চলমান' এই অর্থে on বসে । যেমন- The house is on fire, The house is on sale.
x)   Day বুঝাতে on বসে । যেমন- He will go on Monday. Selim was born on Tuesday.  
 
For এর ব্যবহার
i) জন্যে অর্থে for বসে । যেমন- What can I do for you?
ii) কারণ বুঝালে for বসে । যেমন- I could not go out for rain.
iii) কারো পক্ষে বুঝাতে for বসে । যেমন- Rahim will fight for Jahid.
iv) সময়ের ব্যাপ্তি বুঝাতে for বসে । যেমন- It has been raining for two hours.
v) সত্ত্বের অর্থ বুঝালে for বসে । যেমন- For all his riches, he is unhappy.
vi) কারও পরিবর্তে কিছু করা বুঝালে for বসে । যেমন- Natasha acted for Bipasha.
vii) বিনিময় বুঝাতে for বসে । যেমন- I have bought it for ten taka.
viii) কোন স্থানের উদ্দেশ্য বুঝাতে for বসে । যেমন- Rubina starts for Rajshahi.
 
By এর ব্যবহার
i) যাতায়াত বা গমন কোন পথে বুঝাতে by হয় । যেমন- I will go there by bus.
ii) নির্দিষ্ট সময়ের আগেই বুঝাতে by বসে । যেমন- I will come back by 5 P.M
iii) পাশে বুঝাতে by হয় । যেমন- He sat by me.
iv) শপথ অর্থ বুঝাতে by হয় । যেমন- He swore by Allah that he would not steal anymore.
v) নিজে নিজে অর্থে by হয় । যেমন- She lives by herself.
vi) অনুসারে বা অনুযায়ী অর্থে by হয় । যেমন- What is the time by your watch?
vii) ধারাবাহিকতা বুঝালে by হয় । যেমন- His health is improving day by day.
viii) পরিমাপ বুঝাতে by হয় । যেমন- The house is 10 feet by 10 feet.
ix) বৈশিষ্ট্য বা অবস্থান বুঝাতে by বসে । যেমন- He is a lawyer by profession.
x) কোন কাজ যার দ্বারা সম্পাদিত হয়, সেই ব্যক্তির পূর্বে by বসে । যেমন- Hamlet is written by William Shakespear.
 
About এর ব্যবহার
i) প্রায় অর্থ বুঝালে about হয় । যেমন- Now it is about 10 P.M
ii) কোন বিষয়ে সম্বন্ধে কিছু করা বা বলা বুঝালে about হয় । যেমন- I know about him.
iii) চারিদিক অর্থ বুঝালে about বসে । যেমন- There is a lake about the locality. 
 
With এর ব্যবহার
i) কোন ব্যক্তির সাথে বুঝাতে with বসে। যেমন- Selim lives with me.
ii) উপর অর্থে with বসে। যেমন- He is angry with me.
iii) কোন কিছু দ্বারা বা দিয়ে অর্থে with বসে। যেমন- I finally killed the fly with a rolled up newspaper.
iv) সত্ত্বেও অর্থে with বসে। যেমন- With all his weakness, he is a leader.
v) কাজের বিভিন্ন ভাবের জন্য with বসে। যেমন- He reads the book with much interest.
 
Under এর ব্যবহার
i) কারো অধীনে বুঝালে under বসে। যেমন- The man serves under me.
ii) অবিচ্ছিন্ন ভাবে কোন কিছু নিচে আছে বুঝালে under হয়। যেমন- The pen is under the book.
iii) প্রক্রিয়াধীন বোঝাতে under বসে। যেমন- My proposal is under consider.
iv) আয়ত্বে আসা বুঝাতে under বসে। যেমন-  The situation is now under control.
 
Below এর ব্যবহার
i) বিচ্ছিন্ন ভাবে নিচে বুঝালে below বসে। যেমন- The cat is below the table.
ii) কোন পর্যায়ের নিচে বুঝালে below বসে। যেমন- They live below the middle class status.
iii) নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যার কম বুুঝালে below হয়। যেমন- Mamun got below 80% marks in English.
 
Off এর ব্যবহার
i) দূরে অর্থ বুঝাতে off হয়। যেমন- Be off from here.
ii) বিচ্ছিন্ন অর্থ বুঝালে off হয়। যেমন- Switch the fan off.
iii) অভ্যস্ততা থেকে দূরে বুঝালে off হয়। যেমন- He is off his meal.
iv) মূল্য হ্রাস বুঝালে off হয়। যেমন- Tax is 20% off.

Conjunction

সংজ্ঞা : দুই বা ততোধিক sentence কে যে word একত্রে যুক্ত করে তাকে Conjunction বলে ।

Definition : A conjunction is a word used to join two or more sentences.

    Examples: 

                     করিম সেখানে গিয়েছিল  (Karim went there.)।

                     জামাল সেখানে গিয়েছিল (Jamal went there.) ।

বাক্য দুটিকে যদি যুক্ত করে লিখতে চাই তাহলে লিখতে হয় - 

করিম ও জামাল সেখানে গিয়েছিল - Karim and Jamal went there.

এই and দ্বারাই বাক্য দুটিকে একত্রে পরিণত করা সম্ভব হয়েছে । সুতরাং and হল conjunction.

আবার,

He is poor (সে গরীব) এবং He is honest (সে সৎ)

বাক্য দুটিকে একত্র করে নিচের মত করে লেখা যায় :

He is poor but honest. (সে গরীব কিন্তু সৎ) । এক্ষেত্রে but হল conjunction.

এরুপ আরও কয়েকটি conjunction হল : As, if, unless, until, till, while, lest, because, however ইত্যাদি ।

 

Conjunction তিন প্রকার:
       a) Co-ordinating
       b) Subordinating
       c) Co-relative
a) Co-ordinating Conjunction: সমজাতীয় word, phrase ও clause কে যুক্ত করতে ব্যবহৃত conjunction কে Co-ordinating Conjunction বলে। যেমন- and, as, for, or, nor, but.
Examples: Taniya and Tahmina are two sisters. Read or you will fail.
Co-ordinating Conjunction আবার চার প্রকার-
i) Illative Conjunction: কার্যকারণ সম্পর্ক বা অনুমান বুঝাতে ব্যবহৃত conjunction-কে Illative Conjunction বলে। যেমন- therefore, thus, for etc.
Nobody likes him, for he is a liar.
He worked hard, therefore, he became successful.
ii) Adversative Conjunction: বৈপরীত্যজ্ঞাপক ভাবের মধ্যে সংযোগ সাধন করতে ব্যবহৃত conjunction-কে Adversative Conjunction বলে। যেমন- but, only, still, yet, however etc.
iii) Copulative Conjunction: দুই বা তার বেশি সমশ্রেণীর clause-কে যুক্ত করতে ব্যবহৃত conjunction-কে Copulative Conjunction বলে। যেমন: Karim as well as Hasib is well. He was both punished and fined.
iv) Alternative Conjunction: এ জাতীয় Conjunction দুটি ভাবের মধ্যে একটিকে বেছে নেয়। যেমন- Read well or you will fail.
 
b) Subordinating Conjunction: Subordinate clause-কে Principal clause-এর সাথে যুক্ত করতে ব্যবহৃত Conjunction-কে Subordinating Conjunction বলে। before, that, as, since-এর উদাহরণ।
i) Time বুঝাতে।
যেমন- 
        I shall wait till he comes
        Stay until he returns.
        I was busy when he called me.
        Many days have passed since he met me.
ii) Effect বা পরিণতি বুঝাত - He works hard so that he may succeed.
iii) Cause বা Reason বুঝাতে - He did not come because he was ill.
iv) Condition বা শর্ত বুঝাতে - I shall go if you come.
v) Comparison বা তুলনা বুঝাতে - Rahim is taller than you.
vi) Manner বা ধরণ বুঝাতে - As you sow, so shall you reap.
 
c) Co-relative Conjunction: কতকগুলো conjunction জোড়ায় জোড়ায় বসে। এদেরকে Co-relative Conjunction বলে। এ জাতীয় Conjunction শুধু সমজাতীয় part of speech-এর আগে বসে। যেমন- 
i) Both - and (উভয়): Both Karim and Rahim are friends.
ii) Either - or (দুয়ের একটি): Either you or your brother did it.
iii) Neither - nor (দুয়ের কোনটি না): Neither you nor he did it.
iv) So - that (উদ্দেশ্য বুঝাতে বসে): He took medicine so that he might cure.
v) Not only - but also (শুধু এটা নয়, ওটাও): He is not only a thief but also a liar.

vi) Rather - than (বরং): I shall rather starve than steal.

Uses of Conjunctions
 
a) and, if, but. because, or-এর ব্যবহার
i) and = used to join words or sentences (শব্দ বা বাক্যকে সংযুক্ত করে)
    Rajon and Sajol are good boys. The day is wet and cold. The sun rises in the east and sets in the west. 
    He will go to market and buy a   fish. Work hard and you will pass.
ii) If = on the condition that (যদি)
    Take this book if you like. You cannot go to school if you are ill. Don't go out if it rains. She will learn if she reads.
     Work hard if you like to pass the examination.
iii) but = used to join words or sentences of opposite meaning (বিপরীতার্থক শব্দ বা বাক্যকে সংযুক্ত করে)
     I go to school but he does not. The knife is not sharp but blunt. My friend is rich but I am poor.
iv) because (as) = for the reason that (কারণ / যেহেতু)
     I cannot write because (as) I have no pens. Rajon did not come because (as) he was ill. 
     He does not work because (as) he is lazy.
v)  since = because, considering. (যেহেতু / বলে)
     It is one month since I received the letter. Since you like it, I shall give it to you. I shall go alone since you will not come.
vi) or (অথবা/নতুবা)
     Hasan or Mahmud will come here. Write this or that. Walk fast or you will miss the train.
 
b) therefore, though, although, when, while, whether, until, unless, till, that, before, after
i) Therefore = অতএব, সেইজন্য, এই কারণে
    He did not work, therefore he failed. There was no milk, therefore, I could not take tea. 
    She has no money, therefore, She could not help me.
ii) Although = Though (যদিও)
    He could not catch the train although he walked fast. He looks young though he is over 50.
iii) When = While (যখন/যে সময়ে)
     Our lesson begins when the bell rings. We stay inside while it rains. He fell down while he was running.
iv) Whether = কখনও if (যদি, কি-না) 
     Ask him whether he came by bus. I do not know whether he walked here.
v) That (যে)
     The teacher told me that he was ill. I know that he is poor. I hope that he will write to me. I am sure that he will pass.
vi) Unless = যদি না
     They will not come unless I play. We shall not go out unless you are well. They will suffer unless they improve.
vii) Till (যে সময় পর্যন্ত), Until (যে পর্যন্ত না), before (পূর্বে), after (পরে)।
      Please wait till I come here. Wait until the bell rings. We reached the station after the train had left. 
      The train had left before we reached the station. 
 
c) both - and (উভয়ে), as well as (এবং), either - or (দুইয়ের মধ্যে একটি), neither - nor (দুইয়ের একটিও না), not only - but also (শুধু তাই নয়, বরং), whether or not (হয় বা না হয়), so - that, as-as, such as, as if (যেন), lest (পাছে).
i) Both Selim and his brother are absent today.
ii) The day was wet as well as dry. He as well as his father has done this.
iii) The day was either wet or dry. Either he or his father has done this.
iv) You have neither money nor men to win.
v) She is not only beautiful but also intelligent. Not only he but also his father will do this.
vi) You will win whether you have money or not. He will come whether his father comes or not.
vii) The stick is so thick that you can not break it.
viii) Please try as much as you can. I never ate such a sweet mango as this. 
ix) He talks as if he were mad. You speak as if you knew everything.
x) He ran away lest he should be seen. Walk slowly lest you should fall.
 

Article

Articles: A, an এবং the কে Article বলে।

Article দুই প্রকার।
  1. Indefinite Article and
  2. Definite Article.
Indefinite Article: A এবং an কে Indefinite Article বলে কারন তারা কোন অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়। সচরাচর singular countable noun এর পূর্বে A অথবা an বসে।
Example- He has a pen. 
- I bought a book.
- This is an elephant.
- He took an apple.
 
Definite Article: The কে definite Article বলে কারন ইহা কোন নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়।
Example-I saw the bird.
- I read the book.
- Dhaka is the capital of Bangladesh.
 
Use of A and An
1. সাধারণত consonant এর পূর্বে a এবং vowel (a, e, i, o, u) এর পূর্বে an বসে। 
যেমন – a hen, a book, a pen, an apple, an egg, an orange.
2. শব্দের শুরুতে যদি h থাকে এবং h এর উচ্চারণ h এর মত হলে তার পূর্বে a বসে। কিন্তু h এর উচ্চারণ o বা অন্য কোন উচ্চারণ হলে তার পূর্বে an বসে। 
যেমন- a horse, a historian, an honest man, an hour.
3. শব্দের শুরুতে যদি Vowel থাকে এবং তার উচ্চারণ যদি u এর মত হয় তাহলে তার পূর্বে a বসে। 
যেমন- a ewe, a European, a uniform, a university, a useful metal.
4. O দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে। শুধুমাত্র one শব্দের পূর্বে a বসে। 
যেমন- an open field, an open heart surgery, an opera, an orange, a one taka note, a one eyed man.
5. সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে। কিন্তু abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে। 
যেমন- an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.
 
Other uses of A and An
1. এক জাতীয় সকল singular common noun এর পূর্বে a/an বসে। 
যেমন- A tiger is a dangerous animal; An ant is an industrious insect.
2. একজন ব্যক্তি বা বস্তুকে বুঝালে তার পূর্বে a/an বসে। 
যেমন- He bought an orange, He lives in a tiny room.
3. সমজাতীয় কিছু(the same, the certain) ইত্যাদি অর্থ প্রকাশ করতে singular common noun এর পূর্বে a/an বসে। 
যেমন
- Birds of a feather flock together.
- Criminals are of a (the same) character.
- There lived a farmer. 
4. Preposition অর্থে কখনো কখনো a ব্যবহৃত হয়। এরূপ a কে disguised preposition বলে। 
যেমন- He went a (on) fishing, She went a (on) shopping.
5. Few, little, good many, lot of, great many, good deal, ইত্যাদি plural noun এর পূর্বে a /an বসে। মাঝে মাঝে many এর পরে a /an বসে।
Example
- I have a few friends here. 
- The library has a lot of books.
- The rich man has a good deal with money 
- Many a man was present in the meeting.
6. সংখ্যাবাচক শব্দ- dozen, hundred, thousand, million, couple, score, ইত্যাদির পূর্বে a বসে।
7. Exclamation অর্থাৎ what, how, why, ইত্যাদির পরে a বসে। 
- What a beautiful lady! 
- How nice a bird!
8. Singular common noun – quite, many, rather, but, more এর পূর্বে a/an বসে। 
- He is rather a gentleman.
- You are but a child.
9. Mr./Mrs./Miss এর পূর্বে a/an বসে। 
- A Mr. Ashik called in his house. 
- A Mrs. Habiba sought his help.
 
Use of definite article (The):
  1. নির্দিষ্ট করে বুঝায় এমন common noun এর singular ও plural উভয় number এর পূর্বে the বসে। 
    - The boy is reading. 
    - The girl is singing.
  2. এক জাতীয় সকলকে বুঝাতে singular common noun এর পূর্বে the বসে। 
    - The cow gives us milk. 
    - The rose is beautiful flower.
  3. মানবজাতি man and women এর পূর্বে the বসে না। 
    Incorrect – The man is mortal.
    Correct - Man is mortal.
  4. নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে the বসে। 
    যেমন – The Andamans, The Himalayas, The Titanic.
  5. ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে the বসে। 
    যেমন – The holy Quran, The Daily sun.
  6. একক বস্তু – পৃথিবী, চন্দ্র, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিন ইত্যাদি নামের পূর্বে the বসে। 
    The sun, The earth, The moon.
  7. বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে the বসে। 
    - The U.S.A, the panjab.
  8. তারিখের নামের পূর্বে the বসে। 
    যেমন - The 10th March.
  9. জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে the বসে। 
    যেমন – The rich, The poor, The Muslims.
  10. Superlative degree তে adjective এর পূর্বে the বসে। 
    যেমন – He is the best boy in the class.
  11. Material noun এর পূর্বে the বসে না। তবে নির্দিষ্ট স্থানের বা প্রকারের বুঝালে the বসে। 
    যেমন – The Diamond of Africa is famous.
  12. Proper noun এর পূর্বে adjective থাকলে তার পূর্বে the বসে। 
    যেমন – The great Akbar was a mighty ruler.
  13. বংশ বা পরিবারের পরিচয়জ্ঞাপক নাম plural হলে তার পূর্বে the বসে। 
    যেমন – The khans, The Pathans.
  14. সংখ্যা প্রকাশক word যদি unit অর্থে বসে তাহলে তার পূর্বে the বসে। 
    যেমন – Eggs are sold by the dozens.
  15. Musical instrument এর পূর্বে the বসে। 
    যেমন – I can’t play the Guitar. The cowboy can play the flute well.
  16. কোন কোন যন্ত্র এবং আবিস্কারের পূর্বে the বসে। 
    যেমন – Markoni invented the radio. The bicycles is an easy means of transport.
  17. Singular designation এর পূর্বে the বসে। 
    যেমন – The president, The Prime Minister, The headmaster.
     
     
    Omission of a/an:
1. খাবারের (meals) পূর্বে a/an বসে না। তবে খাবারের (meals) পূর্বে adjective বসলে a/an বসে.
Incorrect- We have a dinner at 8.00 pm.
Correct- We have dinner at 8.00 pm.
Incorrect- We had good breakfast yesterday.
Correct- We had a good breakfast yesterday.
2. Plural noun এর পূর্বে a/an বসে না। 
- Birds are beautiful. 
- Cows are useful.
3. Uncountable noun হিসেবে গণ্য যেমন – advice, information, news, baggage, water, milk, oil, tea, paper, ইত্যাদি এর পূর্বে a/an বসে না। 
- He gave me some information. 
- We take tea. 
- He drinks water.
তবে পরিমাপ করা যায় এমন কিছু measure words থাকলে তার পূর্বে a/an বসে। 
যেমন – Give me a glass of water.
 
 
        Omission of definite article (The):
  1. বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে the বসে না। কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে the বসে। 
    যেমন – The Gitanjoli of Robindranath.
  2. রাস্তা, এভিনু, স্কয়ার, পার্কের নামের পূর্বে the বসে না। 
    যেমন – He is going to park.
  3. ভাষার নামের পূর্বে the বসে না। 
    যেমন – Bangla is our mother lsnguge. English is an international language.
  4. কিন্তু ভাষার নামের পরে language শব্দ টা উল্লেখ থাকলে the বসে। 
    যেমন – The English language is international.
  5. হ্রদের নামের পূর্বে the বসে না। 
    যেমন – Lake Superior, Lake Baikal, Lake Caspian.
  6. দিন বা মাসের নামের পূর্বে the বসে না। 
    যেমন – Friday is holyday.
  7. রোগের নামের পূর্বে the বসে না। 
    যেমন – Fever has broken out in the home.
  8. Allah or God এর নামের পূর্বে the বসে না। 
    যেমন – Allah has created us.
  9. শরীরের অঙ্গ-প্রতঙ্গ এবং পোশাক- পরিচ্ছেদ ইত্যাদির পূর্বে the বসে না। 
    যেমন – Raise your right hand. Put off your shirt.
  10. ভ্রমন সম্পর্কিত যানবাহন বা ভ্রমন পথের পূর্বে the বসে না। 
    যেমন – by bus, by train, by launch.

Comments

Popular posts from this blog

একটি Letter দিয়ে অনেক Letter লেখার নিয়ম.

১ টি Application শিখে ২০/২৫ টা Application লেখার কৌশল।

৫ টি প্যারাগ্রাফ শিখে লিখুন ১২৭ টি প্যারাগ্রাফ। তাহলে আসুন মজার টেকনিক জেনে নি।