Grammer
- Get link
- X
- Other Apps
★ Sentence কাকে বলে কত প্রকার ও কী কী?
একটি সাধারণ বিবৃতি এবং Negative sentence এর উদাহরণ।
এখানে should একটি Modal Auxiliary.
Is he your father?
Should I tell you?
Whom do you want?
How much money do you want?
Never tell a lie. (Advice)
Please, give me the book. (Request)
May you be happy in your future life.
Live long my son.
কখনো কখনো এই বিস্ময়সূচক চিহ্নটি (!) বাক্যের শুরুতেই বসে ।
জেনে রাখা উচিত,
What a beautiful bird!
Alas! You’ve failed.
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি Part of Speech বলে।
Every single word we use in a sentence is called a Part of Speech.
Example:
- Karim is a good boy.
- He goes to school
- Ashik eats Rice.
১ নং বাক্যে, Karim, is, a, good, এবং boy প্রত্যেকটি একেকটি part of speech.
ঠিক একই ভাবে ২ নং বাক্যে, he, goes, to , school ইত্যাদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটিই একেকটি Part of Speech. কারণ, তারা প্রত্যেকটিই বাক্যের অংশ। ৩ নং বাক্যটিতে মোট তিনটি শব্দ বা word আছে। সুতরাং এই বাক্যের তিনটি part of speech আছে।
Definition (2):
Words are considered as the smallest part of a sentence. According to the use and work, words are divided into different classes, called parts of speech.
বাক্যে, ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেনীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকেই Parts of Speech বলে।
Example:
- Do not run in the sun.
- Walking is the best exercise.
- He went to school.
উপরোল্লেখিত বাক্যেগুলোতে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই Part of Speech বলে।
Note: একটা কথা মনে রাখতে হবে যে, শব্দগুলো অবশ্যই কোন না কোন বাক্যের অংশ হতে হবে। আলাদা ভাবে কোন একটা শব্দকে part of speech বলা যাবে না।অর্থাৎ সকল Parts of Speech ই Word কিন্তু সকল Word ই Parts of Speech না।
Part of Speech মানে বাক্যের অংশ। Word যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে Parts of Speech বলা যাবেনা। আমি যদি বলি Water তাহলে সেটা কোন Part of Speech হবেনা । কারণ, এটা কোন বাক্যের অংশ নয়। সম্পূর্ন আলাদা একটা শব্দ মাত্র। কিন্তু আমি যদি বলি Water is life তাহলে Water একটি Parts of Speech হবে। কারণ, এখানে water বাক্যেরই একটি অংশ।
Parts of Speech এর প্রকারভেদঃ
There are eight types of parts of speech according to their functions in a sentence.
- Noun (বিশেষ্য)
- Pronoun (সর্বনাম)
- Adjective (নাম বিশেষণ)
- Verb (ক্রীয়া বা কাজ)
- Adverb (ক্রীয়া বিশেষণ)
- Preposition (পদান্বয়ী অব্যয়)
- Conjunction (সংযোজক অব্যয়)
- Interjection (আবেগ সূচক অব্যয়)
Noun (বিশেষ্য)
যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকে noun বলে । আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই noun বলে। Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী ,স্থান ,ঘটনা ইত্যাদির নাম বোঝায়।
Noun refers to any kind of name. Means, whatever we are seeing and watching around us is noun.
Nouns are used to name persons, things, animals, events, places, ideas etc.
Example:
- Karim does not like to go to school. (এই বাক্যে Karim একজন ব্যক্তির নাম।)
- Kuwait is a Muslim country. (এখানে কুয়েত একটি দেশের নাম।)
- Diamond is very valuable. (ডায়মন্ড একটি বস্তুর নাম।)
Nouns are classified into five types. These are:
- Proper Noun (নাম বাচক বিশেষ্য)
- Common Noun (জাতিবাচক বিশেষ্য)
- Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
- Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
- Abstract Noun (গুণবাচক বিশেষ্য)
Pronoun (সর্বনাম):
সহজভাবে, যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকেই Pronoun বা সর্বনাম বলে। যেমন, He, She, We etc.
The word which we use instead of Noun is called Pronoun.
Example:
- Karim is a good boy. (এখানে Karim একটি Noun).
- He goes to school every day.
- We should take care of our children.
উপরের উদাহরণ গুলোতে Karim নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথম বার তার নাম Karim হিসেবে ব্যবহার করা হয়েছে,পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে Pronoun হিসেবে He ব্যবহার করা যাবে। তেমনি বিভিন্ন ধরনের Noun এর gender এবং number অনুযায়ী Pronoun বসাতে হয়।
Adjective (নাম বিশেষণ):
যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে।
Adjectives qualify only Noun and Pronoun. It specifies the quality, number and size of noun or pronoun. It describes about nouns or pronouns.
Example:
- Naima is a beautiful (এখানে Noun এর গুণ বুঝাচ্ছে)
- He has three red pens. (Noun এর সংখ্যা বুঝাচ্ছে)
- Safi is (Noun এর অবস্থা বুঝাচ্ছে)
Verb (ক্রিয়া বা কাজ):
Verb is an important part of speech. Without verb no sentence can be formed. It shows a physical or mental action. Verb always believes in doings and actions.
যে শব্দ দ্বারা কোন কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে। যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc.
Example:
- We play cricket.
- He writes a letter.
- He gave me a glass of water.
Adverb (ক্রিয়া বিশেষণ):
যে সকল শব্দ Verb, Adjective বা অন্য adverb কে Modify করে বা কোনকিছু add করে সেই সকল শব্দগুলোকে Adverb বলে। যেমন, very, slowly, well, carefully etc.
The word that usually modifies the verb, adjective or other adverb is known as an adverb.
Example:
- He asked my name gently.
- She walks slowly.
- She bought a very long dress.
Preposition (পদান্বয়ী অব্যয়):
Preposition defines the relationship between noun or pronoun with another word in a sentence. It works as a connector and specifies the location or a location in time.
বাংলায় Pre শব্দের অর্থ পূর্বে আর Position শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বুঝা যায় যে, যেসব শব্দ Noun বা Pronoun এর পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ঐ Noun বা Pronoun এর সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে। যেমন, in, on, under, with, at, over, of, below, throughout, by, about, until etc.
Example:
- The book is on the table.
- Rahim is hiding behind the tree.
- The girl brought a letter for me from the teacher who taught us English.
১ম বাক্যের দিকে তাকালে আমরা দেখতে পাই যে যদি আমরা Noun এর পূর্বে কোন preposition না বসাই তাহলে “The table” Noun টি বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। On বসানোর সাথে সাথেই সেটি বাক্যের সাথে সংযুক্ত হয়ে যায়। ঠিক একই ভাবে বাকি Sentence গুলোতেও behind এবং from একই কাজ করছে।
Conjunction (সংযোজক অব্যয়):
যেসব Word একাধিক শব্দ, বাক্য কিংবা Clause কে সংযুক্ত করে তাদেরকে Conjunction বলে। যেমন, and, or, but, yet, for, nor, so, because etc.
Usually, a conjunction joins the word with another word or joins a sentence with another sentence. It is a connector. It links words, sentences, phrases or clauses.
Example:
- Saif and Sourav are good friends. (এখানে দুটি শব্দকে সংযুক্ত করেছে)
- Akash is a boy, but Mou is a girl. (দুটি clause কে সংযুক্ত করেছে)
- She gave me the letter and then she quickly (দুটি clause কে সংযুক্ত করেছে)
Interjection (আবেগসূচক অব্যয়):
It expresses strong feelings, emotions and sudden changes of mind. It may be sudden happiness or sadness.
Interjection হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোন পরিবর্তন/প্রকাশ কে বুঝায়। যেমন, Hurrah, Alas, Oh, Bravo, Ouch, Ah etc.
Example:
- Alas! Her father is dead.
- Hurrah! We’ve won the game.
- Oh! What a beautiful girl she is!
Noun কাকে বলে? কত প্রকার ও কি কি?
যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে । আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই noun বলে। Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী ,স্থান ,ঘটনা ইত্যাদির নাম বোঝায়।
Noun refers to any kind of name. Means, whatever we are seeing and watching around us is noun.
Nouns are used to name persons, things, animals, events, places, ideas, etc.
Example:
- Karim does not like to go to school. এই বাক্যে Karim একজন ব্যক্তির নাম।
- Kuwait is a Muslim country. এখানে কুয়েত একটি দেশের নাম।
- Diamond is very valuable. ডায়মন্ড একটি বস্তুর নাম।
Nouns are classified into five types.
- Proper Noun (নাম বাচক বিশেষ্য)
- Common Noun (জাতিবাচক বিশেষ্য)
- Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
- Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
- Abstract Noun (গুণবাচক বিশেষ্য)
Proper Noun (নাম বাচক বিশেষ্য):
যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে Proper Noun বলে।
A proper noun refers to specific names of persons, things, places, etc. and always start with a capital letter.
Example:
- I like the story of Shakespeare. (Shakespeare নির্দিষ্ট একজন ব্যক্তির নাম)
- We planned to visit Sylhet. ( Sylhet নির্দিষ্ট একটি জায়গার নাম)
- Have you ever seen the Tajmahal? (Tajmahal একটি স্থাপনার নাম)
Common Noun (জাতিবাচক বিশেষ্য):
যে Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বলে । যেমন, Student, Book, Dog, Flower etc.
A common noun refers to specific generic names of persons, places, things, etc. It is the opposite of Proper Noun.
Example:
- Alex is a student. (Student দ্বারা সকল ছাত্র-ছাত্রীদেরকেই বুঝানো হয়েছে। নির্দিষ্ট কোন ছাত্র কিংবা ছাত্রী কে আলাদা করে বুঝায়নি)
- Dogs can be very cute. ( Dog দ্বারা সকল জাতীয় কুকুর কে বুঝানো হয়েছে। সেটা যে কোন জাতের কিংবা ধরনের বা রঙের হতে পারে। যে কোন দেশের যে কোন কুকুর হতে পারে।)
- You love ( এখানে flower দ্বারা সবরকম ফুলকে বুঝানো হয়েছে। এটা যে কোন জাতের বা ধরনের ফুল হতে পারে। হতে পারে গোলাপ কিংবা টিউলিপ, শিউলী অথবা রজনীগন্ধা কিংবা যে কোন ফুল হতে পারে।)
Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য):
Collective Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি কে বুঝায়। যেমন, Club, Army, Class, Family, etc.
Collective Noun, in English Grammar, refers to a group of things, persons or animals.
Example:
- Our class took a trip to Sundarbans.
- Bangladeshi Army is doing a great job in UN mission.
- Each team contains eleven players.
Material Noun (বস্তুবাচক বিশেষ্য):
যে Noun দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নাম বোঝায় তাকেই Material Noun বলে। যেমন, Gold, Glass, Salt, Iron, Silver, Cloth, Air, Milk, etc.
Material Noun is an uncountable noun. It’s substance or material that we can see and touch but can’t count.
Example:
- You can purchase a gold ring for your sister.
- We may attain salt from sea-water.
- Cotton dress is my favorite.
Abstract Noun (গুণবাচক বিশেষ্য):
যে Noun দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে Abstract Noun বলে। যেমন, Liberty, anger, freedom, kindness, love, happiness, beauty, ইত্যাদি।
Abstract nouns express ideas, feelings, realizations, and qualities that we can’t see, touch, hear, taste or smell. We can understand and imagine it but can’t even see. It’s a feeling, not a physical thing.
Example:
- My love for you cannot be measured.
- His kindness is his real beauty.
- Her beauty makes me crazy.
Adjective কাকে বলে? কত প্রকার ও কি কি?
যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে।
Adjectives qualify only Noun and Pronoun. It specifies the quality, number, and size of noun or pronoun. Simply, it describes nouns or pronouns.
Example:
- Namira is a beautiful (এখানে Noun এর গুণ বুঝাচ্ছে)
- He has three red pens. (Pronoun এর সংখ্যা বুঝাচ্ছে)
- Safi is ill. (Noun এর অবস্থা বুঝাচ্ছে)
There are 3 Degrees of adjectives. And these are:
Positive adjective:
Positive adjective দ্বারা কোন তুলনা করা বোঝায় না। সাধারণভাবে noun বা pronoun এর বর্ণনা করে।
A Positive Adjective is a simple adjective, and it is used to describe, not to compare anything.
Example:
- He is a good boy.
- It is a beautiful garden.
- Akash is sick.
Comparative adjective:
This type of adjective is used to compare two things, sometimes the word ‘than’ is used between the two nouns or pronoun.
দুইটি জিনিসের মধ্যে তুলনা বোঝাতে comparative adjective ব্যবহার করা হয়।
Example:
- Rahim is better than Karim. (রহিম করিমের চেয়ে ভাল)
- Namira is more beautiful than Samira. (নামিরা সামিরার চেয়ে বেশি সুন্দরী)
- He is funnier than her. (সে তার থেকেও বেশি হাস্যকর)
Superlative adjective:
দুইয়ের অধিকের মধ্যে তুলনা করে সবচেয়ে ভাল/খারাপ/কম/বেশি ইত্যাদি বোঝাতে superlative adjective ব্যবহার করা হয়।
The superlative adjective is used to express that something is the best/most and compares three or more things.
Example:
- She is the most beautiful girl in the world. (সে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে)
- He is the funniest person. (সে সবচেয়ে মজার মানুষ)
- This is the best lunch in this restaurant. (এটা এই রেস্টুরেন্টের সবচেয়ে ভাল দুপুরের খাবার)
There are seven types of Adjectives. These are:
- Descriptive adjectives/qualitative adjectives/adjective of quality
- Adjectives of number/Numeric adjective
- Adjectives of quantity/quantitative adjectives
- Demonstrative adjectives
- Possessive adjectives
- Interrogative adjectives
- Distributive adjectives
Descriptive adjective:
Descriptive Adjective সাধারণত noun বা pronoun এর quality বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে।
যেমন: Nice, good, bad, beautiful, charming, nice, etc.
The descriptive adjective is used to express the qualities of noun or pronoun. It is also used for the description of someone or something.
Example:
- He told me about a great moment of his life.
- She is looking good.
- You are a bad boy.
Adjectives of number/Numeric adjective:
Noun বা pronoun এর সংখ্যা বা ক্রম বোঝাতে numeric adjective ব্যবহার করা হয়।
যেমন: Two, three, four, first, second, third, Single, double, triple, etc.
The numeric adjective is used to express the number or order of noun or pronoun.
Example:
- He is the first boy in the class.
- She can drink two cups of tea at a time.
- The owner of the house does not rent the room to the single
Adjectives of quantity/quantitative adjectives:
Noun বা Pronoun এর পরিমাণ বোঝাতে quantative adjective ব্যবহার করা হয়।
যেমন: Some, enough, many, little, much, whole, sufficient, all, none, half, more, etc.
The quantitative adjective is used to express or indicate the quantity of a noun or pronoun or something.
Example:
- I’ve enough money.
- The whole country is happy today.
- Give me some peanuts.
Demonstrative adjectives:
Noun বা pronoun কে নির্দিষ্ট করে বোঝাতে demonstratives ব্যবহৃত হয়।
যেমন: This, that, those, these, etc.
Demonstratives are used to specify the noun or pronoun.
Example:
- This book is mine. (এই বইটি আমার)
- That is his room. (এটি তার কক্ষ)
- These notes should be followed. (এই নোট গুলো অনুসরণ করা উচিৎ)
Possessive adjectives:
বাক্যে মালিকানা বা নিজস্ব কোন সম্পদ বোঝাতে possessive ব্যবহার করা হয়।
Such as, my, her, their, our, your, etc.
Possessives are used to show the possession or belongingness in the sentence.
Example:
- I’ve seen her (আমি তার বিড়ালটিকে দেখেছি)
- Their house is very big. (তাদের বাড়িটি অনেক বড়)
- This is our school pond. (এটা আমাদের স্কুলের পুকুর)
Interrogative adjectives:
Interrogative adjectives সাধারণত Noun বা pronoun কে প্রশ্নের মাধ্যমে modify করে।
What, which and whose are known as interrogative adjectives.
An Interrogative adjective modifies nouns or pronouns and forms a question.
Example:
- What kind of tree is it?
- Which subject do you want to teach?
- Whose room is this?
Distributive adjectives:
কোন group এর কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে Distributive Adjective ব্যবহৃত হয়।
যেমন: Each, any, every, either, neither, etc.
The distributive adjective is used to describe a specific member out of a group.
Example:
- Any of you can eat the apple. (আপনাদের মধ্যে যে কেউ আপেলটি খেতে পারেন)
- Each of the students will get money. (প্রত্যেক ছাত্রই টাকা পাবে)
- Every man has to go outside for a job. (প্রত্যেকটি মানুষেরই চাকরি করার জন্য বাইরে যেতে হয়)
- Subject and Predicate.
SUBJECT
বাংলায় : যার দ্বারা sentence এর কাজটি সম্পন্ন হয় তাকে বলে subject। অন্যভাবে , Sentence এ যার দ্বারা কিছুু বলা হয় তাকে Subject বলে ।
In English: The Person and thing we speak about is called Subject.
Example:
I play football. এখানে "I" হচ্ছে Subject.
He is going to school. এখানে "He" হচ্ছে Subject.
PREDICATE
বাংলায়: Subject সম্পর্কে যা কিছুু বলা হয় তার সব হল Predicate.
In English: The part which speaks anything about the subject is called Predicate.
Example:
I play football. এখানে "play football" হচ্ছে Predicate.
He is going to school. এখানে "going to school" হচ্ছে Predicate.
Let's see some examples at a glance:
Subject Predicate Shakib has got the first prize. The dog barks. You stand up. Lima is singing a song. Sohel is deprived from all facilities.
VERBS :
সংজ্ঞা : Verb হল সেই word যা কোন কাজ প্রকাশ করে ।
Definition : A verb is a word that expresses some action.
Examples: কোনকিছু করা, খাওয়া, ধরা, মারা, বোঝা, ভাবা, খেলা বা ভাঙা হল একেকটি কাজ । যে word দিয়ে এই "কাজ" বা "action" বুঝায় তাকে verb বলে ।
নিচে কিছু verb এর উদাহরণ দেওয়া হল - be, have, do, speak, go, come, love, like, meet, give, think, break, sing, dance, see etc.
A. Kinds of Verbs (ক্রিয়ার প্রকারভেদ) : Verbs are of two main classes -
a) Main Verb (প্রধান বা মূল ক্রিয়া) : যে Verb-এর নিজস্ব অর্থ থাকে, সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অপরের ওপর নির্ভর করে না, তাকে Main verb বলে । যেমন - I am happy. এখানে 'am' Main Verb.
b) Auxiliary বা Helping Verb (সাহায্যকারী ক্রিয়া) : যে Verb-এর নিজের কোন পৃথক অর্থ নেই, অর্থের দিক দিয়ে বিভিন্ন প্রকার Sentence, Tense বা Voice-এর বিভিন্ন রূপ গঠনের জন্য Main Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে। যেমন - I am going home. এখানে 'going' হল Main Verb এবং 'am' হল Auxiliary Verb.
English Language -এর সর্বমোট 24 টি Auxiliary verb (am, is, are, was, were, has, have etc) ছাড়া সবগুলোই Main verb (call, catch, walk, read etc).er
সংজ্ঞা : Verb হল সেই word যা কোন কাজ প্রকাশ করে ।
Definition : A verb is a word that expresses some action.
Examples: কোনকিছু করা, খাওয়া, ধরা, মারা, বোঝা, ভাবা, খেলা বা ভাঙা হল একেকটি কাজ । যে word দিয়ে এই "কাজ" বা "action" বুঝায় তাকে verb বলে ।
নিচে কিছু verb এর উদাহরণ দেওয়া হল - be, have, do, speak, go, come, love, like, meet, give, think, break, sing, dance, see etc.
A. Kinds of Verbs (ক্রিয়ার প্রকারভেদ) : Verbs are of two main classes -
a) Main Verb (প্রধান বা মূল ক্রিয়া) : যে Verb-এর নিজস্ব অর্থ থাকে, সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অপরের ওপর নির্ভর করে না, তাকে Main verb বলে । যেমন - I am happy. এখানে 'am' Main Verb.
b) Auxiliary বা Helping Verb (সাহায্যকারী ক্রিয়া) : যে Verb-এর নিজের কোন পৃথক অর্থ নেই, অর্থের দিক দিয়ে বিভিন্ন প্রকার Sentence, Tense বা Voice-এর বিভিন্ন রূপ গঠনের জন্য Main Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে। যেমন - I am going home. এখানে 'going' হল Main Verb এবং 'am' হল Auxiliary Verb.
English Language -এর সর্বমোট 24 টি Auxiliary verb (am, is, are, was, were, has, have etc) ছাড়া সবগুলোই Main verb (call, catch, walk, read etc).
Basic Clasification :
Verbs অনেক প্রকার:
1. a) Finite Verb (সমাপিকা ক্রিয়া) : Person ও Number দ্বারা এ verb সীমাবদ্ধ । যেমন - He eats rice. এখানে কর্তা Third Person Singular Number হওয়াতে Verb-এর শেষে 's' যুক্ত হয়েছে ।
2. a) Transitive Verb (সকর্মক ক্রিয়া) : যে Verb-এর Object (কর্ম) থাকে, তাকে Transitive Verb বলে ।
Used Transitively | Used Intransitively |
---|---|
Fire burns everything. | Fire burns. |
The driver stopped the car | The car stopped suddenly. |
The peon rang the bell. | The bell rang loudly. |
The boys fly kites. | The birds fly in the sky. |
I see a bird. | A blind man can not see. |
The army fought the battle. | The army fought bravely. |
She writes stories | She writes legibly. |
3. a) Causative Verb (নিজন্ত ক্রিয়া) : কোন Intransitive Verb দিয়ে করানো বা ঘটানো বোঝালে তাকে Causative Verb বলে। এ ক্ষেত্রে Verb গুলো Transitive Verb হয়ে যায় । যেমন: Fly = ওড়ে, Walk = হাঁটে, Fall = পড়ে ইত্যাদি মূলত Intransitive কিন্তু ওড়ানো, হাটানো, ফেলে দেয়া অর্থে এরা Causative Verb হয় ।
Simple Verb | Causative Verb |
---|---|
See - দেখা (নিজে) | Show - দেখানো (অন্যকে) |
Sit - বসা (নিজে) | Set - বসানো (অন্যকে) |
Read - পড়া (নিজে) | Teach - পড়ানো (অন্যকে) |
Suck - স্তন্য পান করা (নিজে) | Suckle - স্তন্য পান করানো (অন্যকে) |
Know - জানা (নিজে) | Inform - জানানো (অন্যকে) |
যে সকল Verb-এর আলাদা কোন Causative form নেই তাদের আগে make, get, cause, have বসিয়ে Causative অর্থ প্রকাশ করতে হয় । একমাত্র make ছাড়া অন্য সবের (cause, get, have) পর to বসে । যেমন -
(ii) They talked about the matter.
Kinds of Auxiliaries:
সংজ্ঞা : Adverb হল এমন word যা কোন verb, adjective বা অন্য কোন adverb কে বিশেষায়িত করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে ।
Definition : An adverb is such a word that modifies a verb, an adjective or another adverb.
Explanation and Examples:
(a) যখন verb কে modify করে : swiftly (দ্রুত), well (ভাল,ভালভাবে), strongly (প্রবলভাবে), forcibly (বলপূর্বক) etc.
যেমন: He runs swiftly (সে দ্রুত দৌড়ায়).
এখানে "দ্রুত" শব্দটি দৌড়ানোর "ধরন" বুঝাচ্ছে যা দৌড়ানো (verb) কে modify করছে । তাই swiftly হল একটি adverb.
(b) যখন adjective কে modify করে ।
যেমন: He is a very good boy (সে খুব ভাল ছেলে).
এখানে "good" হল adjective । কিন্তু good এর অর্থকে আরো শক্তিশালী করে প্রকাশ করার জন্য তার আগে very ব্যবহার করা হয়েছে যা adjective good কে modify করছে তাই এখানে very হল একটি adverb.
(c) যখন অন্য কোন adverb কে modify করে ।
যেমন: He runs very swiftly (সে খুব দ্রুত দৌড়ায়).
এখানে "swiftly" হল adverb । কিন্তু swiftly এর অর্থকে আরো শক্তিশালী করে প্রকাশ করার জন্য তার আগে very ব্যবহার করা হয়েছে যা adverb swiftly কে modify করছে তাই এখানে very হল আরেকটি adverb.
Type | Tell us | Example |
Manner | how কি ভাবে ? | slowly, suddenly, urgently, carefully,eagerly etc. |
Place | Where কোথায় ? | here, there, upstairs, inside, outside, around, nearby etc |
Time | When কখন ? | now, then, soon, once, today, daily, finally, before, still etc |
Frequency | How often কতবার ? | sometimes, always, ever, never, seldom, usually, rarely etc |
Degree | How much কতটুকু ? | very, quite, almost, nearby, hardly, partly, fully, fairly etc. |
সংজ্ঞা : যে শব্দ Noun বা Pronoun-এর পূর্বে বসে বাক্যের অন্য পদের সম্বন্ধ প্রকাশ করে তাকে Preposition বলে।
f) Disguised Preposition: On ও Of-এর পরিবর্তে 'a বা o' Preposition রুপে ব্যবহৃত হয় তাকে Disguised Preposition বলে । যেমন- He went a hunting. He comes at 7 o' clock.
সংজ্ঞা : দুই বা ততোধিক sentence কে যে word একত্রে যুক্ত করে তাকে Conjunction বলে ।
Definition : A conjunction is a word used to join two or more sentences.
Examples:
করিম সেখানে গিয়েছিল (Karim went there.)।
জামাল সেখানে গিয়েছিল (Jamal went there.) ।
বাক্য দুটিকে যদি যুক্ত করে লিখতে চাই তাহলে লিখতে হয় -
করিম ও জামাল সেখানে গিয়েছিল - Karim and Jamal went there.
এই and দ্বারাই বাক্য দুটিকে একত্রে পরিণত করা সম্ভব হয়েছে । সুতরাং and হল conjunction.
আবার,
He is poor (সে গরীব) এবং He is honest (সে সৎ)
বাক্য দুটিকে একত্র করে নিচের মত করে লেখা যায় :
He is poor but honest. (সে গরীব কিন্তু সৎ) । এক্ষেত্রে but হল conjunction.
এরুপ আরও কয়েকটি conjunction হল : As, if, unless, until, till, while, lest, because, however ইত্যাদি ।
vi) Rather - than (বরং): I shall rather starve than steal.
Article
Articles: A, an এবং the কে Article বলে।
-
Indefinite Article and
-
Definite Article.
- I bought a book.
- This is an elephant.
- He took an apple.
- I read the book.
- Dhaka is the capital of Bangladesh.
যেমন – a hen, a book, a pen, an apple, an egg, an orange.
যেমন- a horse, a historian, an honest man, an hour.
যেমন- a ewe, a European, a uniform, a university, a useful metal.
যেমন- an open field, an open heart surgery, an opera, an orange, a one taka note, a one eyed man.
যেমন- an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.
যেমন- A tiger is a dangerous animal; An ant is an industrious insect.
যেমন- He bought an orange, He lives in a tiny room.
যেমন
- Birds of a feather flock together.
- Criminals are of a (the same) character.
- There lived a farmer.
যেমন- He went a (on) fishing, She went a (on) shopping.
Example
- I have a few friends here.
- The library has a lot of books.
- The rich man has a good deal with money
- Many a man was present in the meeting.
- What a beautiful lady!
- How nice a bird!
- He is rather a gentleman.
- You are but a child.
- A Mr. Ashik called in his house.
- A Mrs. Habiba sought his help.
-
নির্দিষ্ট করে বুঝায় এমন common noun এর singular ও plural উভয় number এর পূর্বে the বসে।
- The boy is reading.
- The girl is singing. -
এক জাতীয় সকলকে বুঝাতে singular common noun এর পূর্বে the বসে।
- The cow gives us milk.
- The rose is beautiful flower. -
মানবজাতি man and women এর পূর্বে the বসে না।
Incorrect – The man is mortal.
Correct - Man is mortal. -
নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে the বসে।
যেমন – The Andamans, The Himalayas, The Titanic. -
ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে the বসে।
যেমন – The holy Quran, The Daily sun. -
একক বস্তু – পৃথিবী, চন্দ্র, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিন ইত্যাদি নামের পূর্বে the বসে।
The sun, The earth, The moon. -
বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে the বসে।
- The U.S.A, the panjab. -
তারিখের নামের পূর্বে the বসে।
যেমন - The 10th March. -
জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে the বসে।
যেমন – The rich, The poor, The Muslims. -
Superlative degree তে adjective এর পূর্বে the বসে।
যেমন – He is the best boy in the class. -
Material noun এর পূর্বে the বসে না। তবে নির্দিষ্ট স্থানের বা প্রকারের বুঝালে the বসে।
যেমন – The Diamond of Africa is famous. -
Proper noun এর পূর্বে adjective থাকলে তার পূর্বে the বসে।
যেমন – The great Akbar was a mighty ruler. -
বংশ বা পরিবারের পরিচয়জ্ঞাপক নাম plural হলে তার পূর্বে the বসে।
যেমন – The khans, The Pathans. -
সংখ্যা প্রকাশক word যদি unit অর্থে বসে তাহলে তার পূর্বে the বসে।
যেমন – Eggs are sold by the dozens. -
Musical instrument এর পূর্বে the বসে।
যেমন – I can’t play the Guitar. The cowboy can play the flute well. -
কোন কোন যন্ত্র এবং আবিস্কারের পূর্বে the বসে।
যেমন – Markoni invented the radio. The bicycles is an easy means of transport. -
Singular designation এর পূর্বে the বসে।
যেমন – The president, The Prime Minister, The headmaster.
Correct- We have dinner at 8.00 pm.
Correct- We had a good breakfast yesterday.
- Birds are beautiful.
- Cows are useful.
- He gave me some information.
- We take tea.
- He drinks water.
যেমন – Give me a glass of water.
-
বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে the বসে না। কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে the বসে।
যেমন – The Gitanjoli of Robindranath. -
রাস্তা, এভিনু, স্কয়ার, পার্কের নামের পূর্বে the বসে না।
যেমন – He is going to park. -
ভাষার নামের পূর্বে the বসে না।
যেমন – Bangla is our mother lsnguge. English is an international language. -
কিন্তু ভাষার নামের পরে language শব্দ টা উল্লেখ থাকলে the বসে।
যেমন – The English language is international. -
হ্রদের নামের পূর্বে the বসে না।
যেমন – Lake Superior, Lake Baikal, Lake Caspian. -
দিন বা মাসের নামের পূর্বে the বসে না।
যেমন – Friday is holyday. -
রোগের নামের পূর্বে the বসে না।
যেমন – Fever has broken out in the home. -
Allah or God এর নামের পূর্বে the বসে না।
যেমন – Allah has created us. -
শরীরের অঙ্গ-প্রতঙ্গ এবং পোশাক- পরিচ্ছেদ ইত্যাদির পূর্বে the বসে না।
যেমন – Raise your right hand. Put off your shirt. -
ভ্রমন সম্পর্কিত যানবাহন বা ভ্রমন পথের পূর্বে the বসে না।
যেমন – by bus, by train, by launch.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment